সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
তিনি উপজেলা চেয়ারম্যানের বাল্যবন্ধু। একই স্কুলে পড়েছেন। এখনও তার সঙ্গে চেয়ারম্যানের সুসম্পর্ক। এ প্রভাবকে কাজে লাগিয়ে অহরহ করে বেড়াচ্ছেন নানা অবৈধ কর্মকাণ্ড। সানাইমুড়ী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ ফ ম বাবুর এ বাল্যবন্ধুটি হচ্ছেন বাংলাবাজারের জননী লাইব্রেরির মালিক নির্মল কান্তি সেন। তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় সোনাইমুড়ী উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারের লাইব্রেরিগুলোতে সরকারি নিয়মনীতি ভঙ্গ করে প্রকাশ্যে অবৈধ নোট ও গাইড বই সরবরাহ করে তা বিক্রি করছেন। জননী লাইব্রেরির মালিক নির্মলের বিরুদ্ধে এ ব্যাপারে স্থানীয় সচেতন নাগরিকরা বাজার কমিটির কাছে লিখিত অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে তা ধামাচাপা পড়ে যায়। এ বিষয়ে জানার জন্য সাংবাদিকরা বাংলাবাজারে গেলে জননী লাইব্রেরির মালিক নির্মল তাদের অকথ্যভাষায় গালাগাল করে এবং উপজেলা চেয়ারম্যান তার স্কুল জীবনের বন্ধু আখ্যা দিয়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন
http://www.amardeshonline.com/pages/details/2010/03/15/22737
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment