Tuesday 16 March 2010

নদী দখল করে মাছ চাষ : ক্ষমতাসীনদের দাপটে সাধারণ জেলেরা বিপাকেজহুরুল ইসলাম পাবনা
এবার পদ্মা নদী দখল করে রীতিমতো মাছ চাষ শুরু করেছে ঈশ্বরদী ও লালপুরের যুবলীগ নামধারী কতিপয় অবৈধ দখলদার।
জানা গেছে, ৩/৪ মাস ধরে পদ্মা নদীতে বাঁধ দিয়ে বে-আইনিভাবে এই দখল চললেও বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা প্রশাসনের কারো কোনো নজরে পড়েনি। কেউ বিষয়টি আমলেও নেয়নি। খবর পেয়ে গত বৃহস্পতিবার সরেজমিন মাঝ নদীতে গিয়ে দেখা গেছে, পদ্মা নদীর ঈশ্বরদী ও লালপুর সীমানার সাঁড়া ও লক্ষ্মীপুর এলাকার প্রায় ৫শ’ একর এলাকাজুড়ে নদীবক্ষে চলছে এই মাছ চাষের মহোত্সব। এলাকাবাসী জানান, পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের লালপুর ও ঈশ্বরদীর ১৫/২০ জন আওয়ামী লীগের নেতা পদ্মার মাঝখানে খুঁটি গেঁড়ে লাল পতাকা টাঙিয়ে এলাকা ঘিরে দখল করে নিয়েছেন নদীর বিশাল অংশ। পদ্মার নিয়মিত জেলে, মহলদার ও ফড়িয়া মাছ ব্যবসায়ীরা জানান, ট্রলারে চেপে যখন দলীয় দখলদাররা নদীতে আসে তখন সাধারণ জেলেরাও ভয়ে আতঙ্কে থাকেন। আড়মবাড়িয়া গ্রামের ষাটোর্ধ্ব জেলে মহব্বত আলী জানান, তিনি প্রায় ৪০ বছর ধরে এই নদীতে মাছ ধরা ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকলেও এভাবে নদীদখল করে মাছ চাষের ঘটনা তিনি এই প্রথম দেখলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ স্বপনের নেতৃত্বে জিয়া, আলম, শামীম, রশিদ, মুকুলসহ ১৫/২০ জনের একটি সিন্ডিকেট পদ্মা নদীতে এই দখল কার্যক্রম পরিচালনা করছে। দখলকারীদের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে পদ্মা নদীর একাধিক জেলে জানান, দিনের বেলায় নদীতে দখল করা নদীর অংশ পাহারায় থাকে। আর রাত হলে ইঞ্জিনচালিত নৌকায় দখলকারীরা এসে পদ্মার মাঝামাঝি লক্ষ্মীপুরচর এলাকায় রাতভর কি কাজে ব্যস্ত থাকে তা জানেন না কেউ। নদীর অংশ দখল করে নিয়ে মাছ চাষ সম্পর্কে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুল আলম সরদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, লোকমুখে শুনেছি, তবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি স্বপন এ প্রসঙ্গে বলেন, শুনেছি আমাদের নামে পদ্মা নদীতে মাছের পোনা ছেড়ে চাষ করা হচ্ছে। প্রসঙ্গত, নদীর বিশাল এলাকা দখলের অভিযোগ যার বিরুদ্ধে সেই স্বপন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছেন। এদিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সাঁড়া এবং লালপুরের পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মধ্যে প্রবাহিত পদ্মা নদীতে ক্ষমতাসীন দলের অবৈধ দখলদারদের ভয়ে রাতে সাধারণ জেলেদের অনেকেই মাছ ধরতে পর্যন্ত যেতে সাহস পাচ্ছেন না। এই এলাকার শত শত জেলে ও মাছ ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান তারা। গভীর রাতে মাঝ নদীর দখল করা ওই এলাকায় হাই ভোল্টেজের লাইট জ্বলতে দেখে ভয়ে জেলেরা নদীর একটি অংশে মাছ ধরাও ছেড়ে দিয়েছে বলে তারা জানান। আতঙ্কগ্রস্ত জেলেরা এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
http://www.amardeshonline.com/pages/details/2010/03/15/22723

No comments:

Post a Comment