Friday 7 January 2011

দুর্নীতি মামলায় হাজী সেলিমের ১৩ বছরের সাজা বাতিল

স্টাফ রিপোর্টার

সম্পদের তথ্য গোপণের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের ১৩ বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। বিশেষ আদালতে দেয়া রায়ের বিরুদ্ধে হাজী মো. সেলিমের দায়ের করা আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এমএ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক মাহবুবে আলম বাদী হয়ে লালবাগ থানায় এ মামলা করেন। পরে বিশেষ আদালত তাকে এ মামলায় ১৩ বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাইকোর্টে আপিল করলে আদালত রুল জারি করেন এবং তাকে জামিন দেন। গতকাল রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে তার সাজা বাতিল করা হয়। দুদকের পক্ষে অ্যাডভোকেট এম আজিজ খান ও হাজী সেলিমের পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার শুনানিতে অংশ নেন।

No comments:

Post a Comment