নড়াইল প্রতিনিধি | কালের কণ্ঠ | ঢাকা, শনিবার, ৯ শ্রাবণ ১৪১৭, ১১ শাবান ১৪৩১, ২৪ জুলাই ২০১০
নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও জমি 'ইজারা' নিয়ে মার্কেট নির্মাণ করছেন কালিয়া উপজেলা চেয়ারম্যান ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান শামিমুর রহমান। স্কুল কর্তৃপক্ষ বলছে, 'ঊর্ধ্বতন মহলকে' জানিয়েই ২৫ বছরের জন্য ওই জমি ইজারা দেওয়া হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্কুল কমিটি কোনোভাবেই ইজারা দিতে পারে না। সরকারি জমিতে ব্যক্তিমালিকানার স্থাপনা নির্মাণও সম্পূর্ণ অবৈধ।
বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওপর ও পাশে ভবন নির্মাণ করছেন উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান খান। ছবি : কালের কণ্ঠ
বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলভবনের দক্ষিণ পাশের জমিতে দুটি দোকান ঘর উঠেছে। স্কুলের একতলা ভবনের ওপর দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা জানান, সেখানে মার্কেট নির্মাণ করছেন কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামিমুর রহমান। স্কুল কমিটির সভাপতি আবদুল মতিন খাঁ তাঁর আপন বড় ভাই।
স্কুলের জায়গায় মার্কেট নির্মাণ প্রসঙ্গে জানতে শামিমুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, 'নিয়ম অনুযায়ী স্কুল কমিটির সভাপতির সঙ্গে চুক্তি করেই জায়গাটি লিজ নিয়েছি। তারপরই নির্মাণ কাজ শুরু করেছি।'
আবদুল মতিন খাঁ জানান, স্কুলের পরিচালনা কমিটি ২৫ বছরের চুক্তিতে মাসিক ৫০০ টাকা ভাড়ায় শামিমুর রহমানকে মার্কেট নির্মাণের অনুমতি দিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার বালা দাবি করেন, স্কুলের ওপর নির্মিতব্য স্থাপনাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করে গেছেন।
তবে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল বলছেন, সরকারি জমিতে এভাবে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তিনি কালের কণ্ঠকে বলেন, 'স্কুল কমিটি কোনোভাবেই ইজারা দিতে পারে না। আমরা তাদের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment