27/04/2010
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ অধ্যাপককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাতে সিন্ডিকেট সভায় এ ৪জনকে চাকরিচ্যুত করা হয়। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এরশাদুল বারী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. আতাউর রহমান, ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. হামিদ উদ্দিন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুর রহমান। এদের মধ্যে প্রথম দুজন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের নেতা। সিন্ডিকেট বৈঠকে সাদা দলের ৩ সদস্য এ সিদ্ধান্তের ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে তাদের এই আপত্তি সত্ত্বেও ৪অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়। তাদের বিরুদ্ধে শিক্ষা ছুটিতে গিয়ে যথাযথ অনুমোদন ছাড়া পরবর্তীতে অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে সিন্ডিকেট সদস্য সাদা দলের নেতা ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সদরুল আমিন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক শিক্ষা ছুটির নামে ৮-১০ বছর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে এক বছরেরও কম সময়ে অনুপস্থিত থাকার অজুহাতে ভিন্নমতাবলম্বী শিক্ষকদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এটা ষড়যন্ত্রমূলক, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।
http://www.amardeshonline.com/pages/details/2010/04/27/29374
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment