ডেস্ক রিপোর্ট
বিভিন্ন স্থানে জমি দখলে মরিয়া হয়ে উঠেছে ভূমিদস্যু সিন্ডিকেট। জমি হারিয়ে বিভিন্ন জায়গায় দেনদরবার করেও কোনো কাজ হচ্ছে না। বরং ভূমিদস্যুদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছেন জমির প্রকৃত মালিকরা। বিস্তারিত খবর পাঠিয়েছেন প্রতিনিধিরা :
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের কৈরাবো গোরস্থানসংলগ্ন ৩ বিঘা জমি আওয়ামী লীগের শেল্টারে ভূমিদস্যুরা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। ভূমিদস্যু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে রূপগঞ্জের সাধারণ মানুষ। উপজেলার সর্বত্রই জোরপূর্বক জমিদখল অব্যাহত রয়েছে। জমিদখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, উপজেলার মর্তুজাবাদ গ্রামের মতিউর রহমানের ছেলে শামসুর রহমান, মাহাবুব, মোখলেছুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের শেল্টারে একদল সন্ত্রাসী গতকাল সকালে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ৯০ শতাংশ জমি দখল করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় জোরপূূর্বক নিরীহদের জমিদখল অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে জমির মালিক আড়াইহাজার উপজেলার জালালউদ্দিন, আবুল কাশেম, ইদ্রিস আলী, মর্তুজাবাদ গ্রামের মধু ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে কৈরাবো গোরস্তান এলাকায় ৯০ শতাংশ জমি ভোগদখল করে আসছে। জমির মালিকানা ছেড়ে দেয়ার জন্য ভূমিদস্যু বাহিনী একের পর এক হুমকি দিয়ে আসছিল। গতকাল দলবল নিয়ে জমির বাউন্ডারি দেয়াল ভেঙে তারা দখল করে। ভূমিদস্যুদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে শামসুর রহমান ও মাহাবুবের নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় মাধবদী পৌর এলাকার জাকির হোসেনের ১২ শতাংশ জমি একই কায়দায় জোরপূর্বক দখলে নেয়। পুলিশের সহযোগিতা চেয়েও জাকির হোসেন তা পাননি। এ বাহিনীকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বদৌলতে একের পর এক জমি দখল অব্যাহত রেখেছে বলে ভুক্তভোগীরা জানান। জমি দখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
ভুলতার গার্মেন্ট এলাকায় এক নিরীহ ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে দেড় লাখ টাকা চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। জমি দখলকে কেন্দ্র করে রূপগঞ্জে গত ২ বছরে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন।
কাপ্তাই (রাঙামাটি)
চন্দ্রঘোনা লিচুবাগান স্টেশনসংলগ্ন নবগ্রাম এলাকায় দুজন অসহায় মহিলার প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ শতক জমি দখল করে নিয়েছে স্থানীয় কিছু ভূমিদস্যু সিন্ডিকেট। আদালতে মামলা বিচারাধীন এবং বিরোধীয় জমিতে স্থিতাবস্থার আদেশ থাকা সত্ত্বেও ভূমিদস্যুদের তাণ্ডবে অসহায় ভূমির মালিক ন্যায় বিচার পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়ে যাচ্ছেন।
আদালতে দায়েরকৃত মামালার বিবরণ এবং অসহায় মহিলার অভিযোগ থেকে জানা যায়, লিচুবাগান সংলগ্ন নবগ্রাম এলাকায় শাহনাজ বেগম ও ফরিদা বেগম প্রায় ১৩ বছর আগে ১২ শতক জায়গা কিনে সেখানে বাড়ি ও আধাপাকা দোকানঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এছাড়া মহিলার ১২ শতক জায়গায় নির্দিষ্ট সীমানা প্রাচীরও নির্মিত আছে। এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় কিছু ভূমিদস্যু সিন্ডিকেটের সদস্য অসহায় মহিলাদের ১২ শতক জায়গার মধ্যে ৬ শতক জায়গা দখল করে নিতে সীমানা প্রাচীরের ভেতরে ইট-বালু-সিমেন্ট জড়ো করে নতুন সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে। পরে গত ৪ মার্চ ভূমিদস্যু সিন্ডিকেট জোরপূর্বক শাহনাজ বেগমের সীমানা প্রাচীরের ভেতর প্রবেশ করে ৬ শতক জায়গার ওপর নতুন সীমানা প্রাচীর নির্মাণ করে জোরপূর্বক দখল করে নেয়। তার আবাসস্থল ভূমি রক্ষায় প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
আলীকদম (বান্দরবান)
বান্দরবানের আলীকদমে শতাধিক মুরুং গ্রামবাসী ভূমিদস্যুতা ও নির্যাতনের প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। স্থানীয় শামসুল আলমের বিরুদ্ধে মুরুংরা বাগানের গাছ কর্তন, চাঁদা আদায় ও মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে মুরুংপাড়া কার্বারী পাক্কাই মুরুংসহ শতাধিক গ্রামবাসী এ অভিযোগ করেন।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ, আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের দুপ্রু ঝিরি এলাকায় ২০টি পরিবারে শতাধিক মুরুং বাস করেন। তাদের ভোগদখলীয় জমিতে কারিতাস ফলদ ও বনজ বাগান সৃষ্টিতে সহযোগিতা করা হয়। বর্তমানে বাগানের গাছপালা বড় হয়েছে। এসব বাগানের গাছের প্রতি লোলুপদৃষ্টি পড়ে রেপারপাড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে শামসুল আলমের। অভিযোগে কার্বারী পাক্কাই মুরুং জানান, সন্ত্রাসী কায়দায় শামশুগং কর্তৃক মুরুংদের দখলীয় ও রোপিত বাগানের সেগুন, গামারি ও আমগাছগুলো কেটে নেয়া হচ্ছে। এতে বাধা দেয়ায় এর আগে ১২ নিরীহ মুরুংকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। মামলার ভয় দেখিয়ে শামসুুল আলম গং মুরুংদের রোপিত ৩৩টি আম, ৩৯টি কাঁঠাল, ৫১টি সেগুন, ১০০টি গামারি গাছ ও ৩ হাজার উরাবাঁশ কেটে নিয়েছে বলে স্থানীয় পুংপ্রে মুরুং জানান।
এব্যাপারে যোগাযোগ করা হলে দুপ্রু ঝিরি এলাকায় স্থানীয় আবুল হোসেন সর্দার, আরাফাত, নুরুল কবির, সালাহ্উদ্দিন, রুকনউদ্দিন ও মোহাম্মদ আলীসহ একাধিক ব্যক্তি জানান, মুরুংরা নানাভাবে শামশুগং কর্তৃক নির্যাতনের শিকার। তারা মুরুংদের রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রুথোয়াই অং মার্মা জানান, ভূমিসংক্রান্ত বিষয়ে শামসুর বিরুদ্ধে মুরুংদের নানা অভিযোগ রয়েছে। যোগাযোগ করা হলে অভিযুক্ত শামসুল আলম মঙ্গলবার মুঠোফোনে জানান, মুরুংদের অভিযোগ সঠিক নয়।
দুপ্রু ঝিরি এলাকায় তার ক্রয় করা জমি থেকেই গাছ কর্তন করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ তিনি অস্বীকার করেন
।
No comments:
Post a Comment