Tuesday 6 April 2010

রাজনীতি ও ব্যবসা পৃথক করা না গেলে দুর্নীতি দূর হবে না : দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, প্রচলিত রাজনীতিতে ব্যবসায়ী এবং আমলাদের একটি যোগসাজশ রয়েছে। রাজনীতি ও ব্যবসাকে পৃথক করা সম্ভব না হলে দেশ থেকে দুর্নীতি দূর করা যাবে না। শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠার জন্য কার্যকর আইন ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অবসান সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান একথা বলেন। সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বর্তমান বাস্তবতা ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বদিউল আলম মজুমদার।
দুর্নীতি দমনে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে গোলাম রহমান বলেন, সরকারও চাচ্ছে দুর্নীতি দূর হোক। তাদের রাজনৈতিক সদিচ্ছাও রয়েছে; কিন্তু তারা পারছে না। এর জন্য তিনি দায়ী করেন রাজনীতি ও ব্যবসার সংমিশ্রণকে। তিনি বলেন, রাজনীতির সঙ্গে ব্যবসা এখন ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসা ও রাজনীতির এই আঁতাতের মধ্যেই রয়েছে দুর্নীতির বীজ। বিশেষ করে উচ্চপর্যায়ের দুর্নীতির কথা উল্লেখ করে ব্যবসা ও রাজনীতির আঁতাত ভাঙা দরকার বলে মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান সংসদীয় কমিটি প্রসঙ্গে বলেন, ‘কমিটি তাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যগুলো দুদকে পাঠাচ্ছে এবং দুদক নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে সেগুলোর ওপর কাজ করছে। ফলে সংসদীয় কমিটির কাজ লোক দেখানো—এটা আমি মনে করি না।’
প্রধানমন্ত্রীর মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘দোষী কি নির্দোষ, তা প্রমাণের জন্য প্রধানমন্ত্রী বিচারিক আদালতে গেছেন। তিনি হাইকোর্টের প্রতি আস্থা রাখছেন; ফলে তিনি যে দুদককে প্রভাবিত করছেন না, দুর্নীতির বিরুদ্ধে তার যে অঙ্গীকার রয়েছে—এটা তারই প্রমাণ।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও দেশবাসী দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হতে পারছে না বলে আমরা উদ্বিগ্ন।’
মোজাফফর আহমদ বলেন, কেবল আইন করে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এজন্য সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে। তিনি রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

http://www.amardeshonline.com/pages/details/2010/04/07/26310

No comments:

Post a Comment